১.২৬৫০ রেজিস্ট্যান্স অতিক্রমে মাসের নিন্ম প্রাইসে যেতে পারে USDCAD
আজ মঙ্গলবার ইউরোপিয়ান সেশনে পেয়ারের প্রাইস কমে ১.২৬৫০ এর কাছাকাছি মুভমেন্ট করছে। কানাডার প্রধান রপ্তানিকারক পন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড তেল। বেশ কিছুদিন তেলের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। যা কানাডিয়ান ডলারকে শক্তিশালী করছে।
এদিকে মার্কিন কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা (CDC) কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বিগ্নতার কারণে কানাডাসহ প্রতিবেশি দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে। কানাডার তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ওমিক্রন বেশ খারাপ অবস্থানে রয়েছে।
যা কানাডিয়ান ডলারের বিপরীতে মার্কিন ডলারকে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক ১.১৩ মিলিয়নের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। তবে আজকের সেশনে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরেমি পাওয়েলের হকিশ মন্তব্য কানাডিয়ান ডলারের বিপরীতে মার্কিন ডলারকে পুনরায় শক্তিশালী করতে পারে।
পেয়ার ১.২৬৫০ প্রাইস অতিক্রমের পরবর্তীতে ১০০-DMA অনুযায়ী ১.২৬৩০ সাপোর্টে যেতে পারে। অপরদিকে ৫০- DMA অনুযায়ী ১.২৭০০ রেজিস্ট্যান্স হতে পারে।
পেয়ার ১.২৬৩০ সাপোর্ট অতিক্রমে সক্ষম হলে ১.২৬০০ সাপোর্টে যেতে পারে। পেয়ারের পরবর্তী সাপোর্ট হতে পারে ১.২৫৫০। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে ১.২৫০০ সাপোর্টে যেতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.