১.২৮৬৫ অতিক্রমে USDCAD পেয়ারের বুলিশ শক্তিশালী হতে পারে
USDCAD পেয়ার বছরের সর্বোচ্চ থেকে পুলব্যাক করে আজ বৃহস্পতিবার ইউরোপিয়ান সেশনে ১.২৮৪০ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে।
পেয়ারটি ১০ DMA অতিক্রমে সক্ষম হলে ডাউনট্রেন্ড শক্তিশালী হতে পারে। MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ার মিডলাইনের উপরে অবস্থান করছে। এক্ষেত্রে প্রাইস বৃদ্ধির সম্ভাবনা থেকে যাচ্ছে।
পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে ১.২৮৬৫ এবং পরবর্তী রেজিস্ট্যান্স হিসেবে দেখা যাচ্ছে ১.২৯০০। পেয়ারের আপট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে ১.২৯৬৫ অতিক্রমের পরবর্তীতে ৩০ নভেম্বরের সর্বোচ্চ প্রাইস ১.৩০০০ যেতে পারে।
অপরদিকে পেয়ারের বর্তমান সাপোর্ট হিসেবে দেখা যাচ্ছে, ২৩ নভেম্বরের সুইং হাই ১.২৭৪৫। পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১.২৭৩০। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে দু’মাসের পুরনো সাপোর্ট লেভেল ১.২৬০০-তে যেতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.