যেসকল লেভেলে ধাবা-পেতে পারে গোল্ড
তৃতীয় দিনের মতো গোল্ডের প্রাইস কমছে। তবে আজকের সেশনে গোল্ডের প্রাইস বেড়ে ১৭৯০.৯০ এর কাছাকাছি মুভমেন্ট করছে। বর্তমানে গোল্ডের প্রাইস বৃদ্ধি পেলেও পরবর্তীতে কমতে পারে।
গোল্ডের বর্তমান সাপোর্ট হিসেবে কাজ করতে পারে গতকালের নিন্ম প্রাইস ১৭৮৫। পরবর্তী সাপোর্ট হতে পারে ১৭৮২। ফিবোনাসি রিট্রেসমেন্ট ৬১.৮% অনুযায়ী পরবর্তী সাপোর্ট হতে পারে ১৭৭৬।
অপরদিকে ফিবোনাসি রিট্রেসমেন্ট ৩৮.২% অনুযায়ী পেয়ারের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে ১৭৯২। ২০০ SMA অনুযায়ী পেয়ার ১৭৯৬ অতিক্রমের পরবর্তীতে ফিবোনাসি রিট্রেসমেন্ট ২৩.৬% অনুযায়ী ১৮০০ রেজিস্ট্যান্স হতে পারে। পেয়ার ১৮০০ অতিক্রমের পরবর্তীতে ফিবোনাসি ৩৮.২% অনুযায়ী ১৮০৪ রেজিস্ট্যান্স হতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.