জার্মান কনজিউমার কনফিডেন্স প্রত্যাশার নিচে আসায় EURUSD পেয়ারের প্রাইস কমছে
জার্মান কনজিউমার কনফিডেন্স হতাশাজনক আসায় গতকাল থেকে ইউরোর বিপরীতে ডলার শক্তিশালী হচ্ছে। আজকের সেশনে পেয়ারটি দ্বিতীয় দিনের মতো বিয়ারিশে রয়েছে। বর্তমানে পেয়ারটি ০.১২৭৩ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে।
জানুয়ারিতে জার্মান কনজিউমার কনফিডেন্স -১.৮ থেকে কমে -৬.৮ পয়েন্ট এসেছে। যা প্রত্যাশিত -২.৭ পয়েন্টের অনেক নিচে এসেছে। জুনের পরবর্তীতে সেক্টরটি সবথেকে খারাপ এসেছে। এছাড়াও জার্মান করোনাভাইরাসের পঞ্চম ঢেউয়ের প্রস্তুতি নিচ্ছে।
জার্মানে ধীরে ধীরে ওমিক্রন বিস্তার হচ্ছে, যা ক্রিসমাস বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। বিশ্বব্যাপী ওমিক্রন বিস্তারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মহাপরিচালক ট্রেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, ক্রিসমাস প্ল্যান নিয়ে পুর্নবিবেচনা করতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।এছাড়াও তিনি বলেন, বিশ্বব্যাপী ওমিক্রন ডেল্টা ভেরিয়েন্টের থেকে দ্রুত ছড়াচ্ছে।
বিশেষ করে ইউরোজোনের দেশগুলোতে সবথেকে বেশি বিধি-নিষেধ আরোপ হচ্ছে। এর ফলে দেশগুলোর কারেন্সিগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রত্যাশা করা হচ্ছে, ইউরোর বিপরীত।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.