দ্বিতীয়দিন মার্কিন ডলারের প্রাইস কমছে
গতকাল মার্কিন ডলার ৯৬.৬২ প্রাইসে ওপেন হয়ে সর্বনিন্ম ৯৬.৫৪ –তে ক্লোজ হয়েছিল। আজকের সেশনেও ডলারের প্রাইস কমে ৯৬.৪৫ এর কাছাকাছি অবস্থান করছে।
করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন উদ্বিগ্নতা কারেন্সি মার্কেটে প্রভাব ফেলছে। ভাইরাসের প্রভাবে বিভিন্ন দেশে নতুন নতুন বিধি-নিষেধ আরোপ হচ্ছে। গতকাল যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথমবারের মতো একজনের মৃত্যুর নিউজ ডলারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
গত সপ্তাহে ডলারের প্রাইস বৃদ্ধি পেয়ে ১৬ মাসের সর্বোচ্চ ৯৬.৯৪-তে উঠলেও বর্তমানে কমতে শুরু করেছে। বর্তমানে ডলার ৯৬.৪৫ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। গোল্ডের সাপোর্ট হতে পারে ৯৬.৩৩।
0 Comments
Recommended Comments
There are no comments to display.