০.৭১০০ অতিক্রমের পথে AUDUSD
AUDUSD পেয়ারের সাপ্তাহিক ক্যান্ডেলে দেখা যাচ্ছে, পেয়ারটি দ্বিতীয় দিন ডাউনট্রেন্ডে থাকলেও আজকের সেশনে প্রাইস বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পেয়ারটি ০.৭১১০ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে।
ডেইলি চার্টে RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ার ৫০ পয়েন্টের নিচে অবস্থান করছে। সেক্ষেত্রে পেয়ারের প্রাইস কমার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তবে MACD ইনডিকেটর অনুযায়ী প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
১০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী পেয়ারটি ০.৭১৫০ অতিক্রমে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে। এক্ষেত্রে পেয়ারের রেজিস্ট্যান্স হতে পারে মাসের সর্বোচ্চ প্রাইস ০.৭২২৫। ৫০ ও ১০০ DMA অনুযায়ী রেজিস্ট্যান্স হতে পারে ০.৭৩০০।
অপরদিকে ফিবোনাসি রিট্রেসমেন্ট ৬১.৮% অনুযায়ী পেয়ারের বর্তমান সাপোর্ট হতে পারে ০.৬৯৯৫। পেয়ার ডাউনট্রেন্ড অব্যাহত রাখতে সক্ষম হলে সেক্ষেত্রে ০.৬৯২৫ সাপোর্টে যেতে পারে।
AUDUSD ডেইলি চার্ট
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.