গোল্ড গুরুত্বপূর্ণ সাপোর্ট – রেজিস্ট্যান্স
গত সপ্তাহে গোল্ডের প্রাইস বেড়ে ৩ সপ্তাহের সর্বোচ্চে উঠেছিল। ওমিক্রন অনিশ্চয়তা গোল্ডের প্রাইসে প্রভাব ফেলছে।গত সপ্তাহের শেষের দিকে গোল্ডের প্রাইস বৃদ্ধি পেলেও সপ্তাহ শেষে কমেছিল। চলতি সপ্তাহের প্রথমদিন পুনরায় গোল্ডকে বিয়ারিশে দেখা যাচ্ছে। বর্তমানে গোল্ড ১৮০০.০০ প্রাইস কেন্দ্র করে মুভমেন্ট করছে।
সাপ্তাহিক চার্টে ফিবোনাসি রিট্রেসমেন্ট ২৩.৬% এবং ৫০ SMA অনুযায়ী ১৭৯৭ প্রাইসে সাপোর্ট দেখা যাচ্ছে। ফিবোনাসি রিট্রেসমেন্ট ৩৮.২% ও ১০০ দিনের SMA অনুযায়ী ১৭৯১ সাপোর্ট হতে পারে।
মাসিক চার্টে ফিবোনাসি রিট্রেসমেন্ট ২৩.৬% অনুযায়ী ১৭৮৭ প্রাইস সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। গোল্ডের ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে পরবর্তীতে ১৭৮৩ সাপোর্ট হতে পারে।
অপরদিকে গোল্ডের প্রাইস বৃদ্ধি পেলে সেক্ষেত্রে ১৮০৩ অতিক্রমের পরবর্তীতে ডেইলি চার্টে ফিবোনাসি ৬১.৮% অনুযায়ী ১৮০৭ অতিক্রমের পরবর্তীতে ১৮১৪ রেজিস্ট্যান্স হতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.