ফেডের হকিশ আলোচনা ও ইউরোপে ওমিক্রন তীব্রতা ডলারের প্রাইস বৃদ্ধিতে সহায়তা করছে
আজ সোমবার ইউরোপিয়ান সেশনে মার্কিন ডলারের প্রাইস বেড়ে দিনের সর্বোচ্চে অবস্থান করছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট বৃদ্ধির সম্ভাবনা এবং ইউরোপজুড়ে ওমিক্রন তীব্রতা ডলারের প্রাইস বৃদ্ধিতে সহায়তা করছে।
বর্তমানে ডলার ৯৬.৫৯ প্রাইসে অবস্থান করছে। গত মাসে ডলারের প্রাইস বেড়ে সর্বোচ্চ ৯৬.৯৩-তে উঠেছিল। যা জুলাইয়ের পরবর্তীতে সর্বোচ্চ। গত সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের দুদিন ব্যাপী মিটিংয়ে ফেড নীতিনির্ধাকেরা বন্ড ক্রয়ের বিষয়ে সম্মতি দেন এবং ২০২২ সালে মহামারীর মধ্যে প্রথমবারের মতো ইন্টারেস্ট রেট বৃদ্ধির বিষয়ে বেশ আলোচনা করেছেন।
যা ডলারের প্রাইস বৃদ্ধির পেছনে প্রভাব ফেলছে। ফেড গর্ভনর চিরিস ওয়েলার মার্চে ইন্টারেস্ট রেট বাড়ানোর পক্ষে মতামত দিয়েছেন। পরবর্তী বছর ফেড আরও দুবার ইন্টারেস্ট রেট বাড়াতে পারে।
ব্যাংক অব ইংল্যান্ডের দিকে তাকালেও দেখা যাচ্ছে, গত সপ্তাহে ব্যাংক হকিশ টোনে ছিল। ব্যাংক অব ইংল্যান্ড হকিশ টোনে থাকা সত্ত্বেও ব্রিটিশ পাউন্ড ডলারের বিপরীতে তেমন ভাল করতে পারছে না। অপরদিকে ইউরোপজুড়ে ওমিক্রন উদ্বিগ্নতা ডলারের প্রাইস বৃদ্ধিতে সহায়তা করছে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.