GOLD সাপ্তাহিক ফরেকাস্ট ( ২৯ নভেম্বর - ০৩ ডিসেম্বর, ২০২১)
নিরাপদ কারেন্সি হিসেবে মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধির কারণে দ্বিতীয় সপ্তাহের মতো গোল্ডের প্রাইস কমছে। গোল্ডের প্রাইস কমে নভেম্বরের সর্বনিন্ম প্রাইস ১৭৫৮-তে যেতে পারে।
চলতি সপ্তাহে গোল্ডের প্রাইস কমে সর্বনিন্ম ১৭৭৮-তে এসেছিল। গোল্ডের বর্তমান লক্ষ্যমাত্রা হবে ১৮০০ অতিক্রম করা। মার্কিন ইভেন্টগুলো প্রত্যাশার থেকে ভাল এসেছে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন্ট পুনরায় ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে জেরেমি পাওয়েলকে নিয়োগ দিয়েছেন। এর ফলে ২০২২ সালের জুনের শুরুর দিকে ফেডের রেট বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।
মার্কিন ব্যুরো অব ইকোনমিস্ট অ্যানালাইসিস্ট রিপোর্ট অনুযায়ী, বেসিক পার্সোনাল কনজাম্পশন এক্সেপেডিশন (PCE) অক্টোবরে ৪.১% বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি, মার্কিন ইভেন্টগুলো ডলারের পক্ষে রয়েছে। যা মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধিতে অতিরিক্ত সাহায্য করছে।
দক্ষিণ আফ্রিকায় কোভিড সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। নিরাপদ কারেন্সি হিসেবে ইভেন্টগুলো মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধিতে সহায়তা করছে।
এ সপ্তাহে যা হতে পারে
আগামীকাল প্রকাশিত নভেম্বনর মাসের মার্কিন কনজিউমার কনফিডেন্স রিপোর্ট মার্কেটে মুভমেন্ট সৃষ্টিতে সহায়ক হতে পারে। এছাড়াও ফেডারেল রিজার্ভের চেয়াম্যান জেরেমি পাওয়েলের আলোচনা বিনিয়োগকারীদের নজরে থাকবে।
এছাড়াও বুধবার নভেম্বর মাসের মার্কিন মেনুফেকচারিং পিএমআই রিপোর্ট রয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, অক্টোবরের তুলনায় নভেম্বরে বৃদ্ধি পেতে পারে।
মার্কিন মেনুফেকচারিং রিপোর্টের পরবর্তীতে বিনিয়োগকারীদের নজরে থাকবে ননফার্ম পোরোলস রিপোর্ট। প্রত্যাশা করা হচ্ছে, নভেম্বরে ৫ লক্ষ ৩১ হাজার থেকে বেড়ে ৫ লক্ষ ৫০ হাজার আসতে পারে। যা ডলারের প্রাইস বৃদ্ধিতে কাজ করবে। নভেম্বরে বেকারত্বের হার ৪.৬% থেকে কমে ৪.৫% আসতে পারে।
GOLD টেকনিক্যাল অ্যানালাইসিস
গোল্ডের ডেইলি চার্টে লক্ষ করে দেখা যাচ্ছে, সপ্তাহের শেষের দিন গোল্ডের প্রাইস বৃদ্ধি পেয়েছিল। গোল্ডের ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে ১৭৬০ অতিক্রমের পরবর্তীতে ১৭২০ প্রাইসে যেতে পারে। অপরদিকে পেয়ার ১৮০০ রেজিস্ট্যান্স অতিক্রমের পরবর্তীতে ১৮১৫ রেজিস্ট্যান্সে যেতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে ডিবিপিপসের ইউনিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.