GBPUSD সাপ্তাহিক ফরেকাস্ট ( ২৯ নভেম্বর – ০৩ ডিসেম্বর, ২০২১)
GBPUSD পেয়ারের প্রাইস গত সপ্তাহের শুরুর দিকের চারদিন কমলেও সপ্তাহের শেষের দিন বেড়েছিল। তবে সাপ্তাহিক চার্টে পেয়ারটি বিয়ারিশ অবস্থানে রয়েছে। কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রনের উদ্বিগ্নতায় পাউন্ডের বিপরীতে ডলার শক্তিশালী অবস্থানে রয়েছে।
গত সপ্তাহে পেয়ারটি রিকভার করে ১.৩৫০০ প্রাইসের কাছাকাছি উঠলেও আপট্রেন্ড ধরে রাখতে সক্ষম হয়নি। পরবর্তীতে পেয়ারটি ১.৩৩৩৪ প্রাইসে ক্লোজ হয়েছিল। গত সপ্তাহে প্রকাশিত ব্রিটিশ মেনুফেকচারিং ও সার্ভিস সেক্টেরের উন্নতি হলেও ডলারের বিপরীতে ভাল করতে পারেনি।
মার্কিন ব্যুরো অব ইকোনমিস্ট অ্যানালাইসিস্ট এর রিপোর্ট অনুযায়ী অক্টোবরে বেসিক পার্সোনাল কনজিউমার এক্সেপেন্ডিচার ( PCE ) সেপ্টেম্বরে ৩.৭% থেকে বেড়ে ৪.১% এসেছে। বেকারত্ব ২ লক্ষ ৭০ হাজার থেকে কমে ১ লক্ষ ৯৯ হাজার এসেছে।
নতুন করোনাভাইরাস ভেরিয়েন্ট বিশ্বব্যাপী ইকোনমিক রিকভারে বাধা হতে পারে। যা নিরাপদ কারেন্সি হিসেবে ডলারের প্রাইস বৃদ্ধিতে সহায়তা করছে।
এ সপ্তাহে যা হতে পারে
চলতি সপ্তাহের শেষের দিন অর্থাৎ শুক্রবার নভেম্বরের (NFP) ননফার্ম পেরোলস রিপোর্ট রিলিজ করা হবে। ধারণা করা হচ্ছে, রিপোর্ট মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এছাড়াও বর্তমানে বিনিয়োগকারীরা করোনাভাইরাসকে ঘীরে ফেড পলিসির দিকে নজর রাখবেন। এছাড়াও চলতি সপ্তাহে উপরে উল্লেখিত ইভেন্টগুলো মার্কেটে প্রভাব ফেলতে পারে।
GBPUSD টেকনিক্যাল অ্যানালাইসিস
GBPUSD পেয়ার বর্তমানে ১.৩৪০০ প্রাইসের নিচে অবস্থান করছে। তবে পেয়ারের রিকভার হতে শুরু হলে সেক্ষেত্রে পেয়ারটি ১.৩৪০০ অতিক্রমের পরবর্তীতে ১.৩৪৫০ প্রাইসে যেতে পারে। অপরদিকে পেয়ারের ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে পেয়ারটি ১.৩১০০ প্রাইসে যেতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে ডিবিপিপসের ইউনিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.