১.৩৭৫০ সাপোর্ট লেভেলে GBPUSD
GBPUSD ১.৩৮০০ প্রাইস ব্রেকের পরবর্তীতে ১.৩৭৫০ সাপোর্ট লেভেলের কাছাকাছি মুভমেন্ট করছে। বর্তমানে পেয়ারটি ১.৩৭৭১ এর কাছাকাছি অবস্থান করছে।
GBPUSD ২৩ জুনের সর্বোচ্চ প্রাইস ১.৪০০১ অতিক্রমের পরবর্তীতে প্রাইস কমে ১.৩৮০০ এর নিচে এসেছে। পেয়ারটি ১.৩৭৫০ সাপোর্ট অতিক্রমে সক্ষম হলে ডাউনট্রেন্ড শক্তিশালী হয়ে ১.৩৭০০ প্রাইসে আসতে পারে।
অপরদিকে পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স ১.৩৮০০। পেয়ারটি উল্লেখিত রেজিস্ট্যান্স অতিক্রমে সক্ষম হলে ৩০ জুনের সর্বোচ্চ প্রাইস ১.৩৮৭৩ আসতে পারে। পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১.৪০০০।
GBPUSD ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.