প্রাইস অ্যানালাইসিস USDCHF
পঞ্চম দিনের মতো USDCHF পেয়ারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। আজকের সেশনে পেয়ারটি বুলিশ অবস্থানে থাকলেও ন্যারো রেঞ্জে মুভমেন্ট করছে।
আর্টিকেল লেখার সময় পেয়ারটি ০.৯২৬০ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। USDCHF পেয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স গতকালের সর্বোচ্চ প্রাইস ০.৬৯৭০। পেয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১৯ এপ্রিলের সর্বোচ্চ প্রাইস ০.৯২৮১।
পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে এপ্রিলের শুরুর দিকের সর্বোচ্চ প্রাইস ০.৯৩০০। আপট্রেন্ড আরও শক্তিশালী হলে ৭ এপ্রিলের সর্বোচ্চ প্রাইস ০.৯৩২০ আসতে পারে।
অপরদিকে পেয়ারের বর্তমান হরিজনটাল সাপোর্ট ০.৯২৫০। ফিবোনাসি রিট্রেসমেন্ট ২৩.৬% অনুযায়ী পরবর্তী সাপোর্টগুলো হতে পারে ০.৮৯৬২ ও ০.৯১৮০।
USDCHF ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.