যেসব কারণে GBPUSD পেয়ারের প্রাইস আরও কমতে পারে
গতকাল প্রকাশিত ব্রিটিশ জিডিপি প্রত্যাশার অনেক নিচে এসেছিল এবং আজ প্রকাশিত ব্রিটিশ মেনুফেকচারিং পিএমআই প্রত্যাশাকে মিস করেছে। যা ব্রিটিশ পাউন্ডকে আরও দুর্বল করেছে।
আজকের সেশনে GBPUSD পেয়ারের প্রাইস কমে ১১ সপ্তাহের নিচে ১.৩৭৬৪-তে এসেছিল। এদিকে মার্কিন ডলার ডেটা রিলিজকে কেন্দ্র করে আমাগী দু’দিন পজিটিভ মুডে থাকতে পারে।
প্রত্যাশা করা হচ্ছে, মার্কিন বেকারত্ব হ্রাস অব্যাহত থাকবে। এদিকে,যুক্তরাষ্ট্রের ISM মেনুফেকচারিং ৬০ পয়েন্টের উপরে থাকবে বলে প্রত্যাশা করা হয়েছে। এর ফলে আমেরিকান ফ্যাক্টরি কর্মকান্ডগুলোও বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী ডাটাগুলো প্রত্যাশা অনুযায়ী আসলে ডলারের আপট্রেন্ড আরও শক্তিশালী হতে পারে।
এছাড়াও আমাগীকাল প্রকাশিত হতে যাচ্ছে, মার্কিন ননফার্ম পেরোলস রিপোর্ট প্রত্যাশা করা হচ্ছে জুনে ইকোনমিতে ৭ লক্ষের মতো জব যোগ করতে সক্ষম হবে। প্রত্যাশার উপরে বা প্রত্যাশা অনুযায়ী আসলে ডলারের প্রাইস আরও বৃদ্ধি পেতে পারে।
সবচেয়ে কম স্প্রেডে GBPUSD পেয়ার ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.