জুনের সর্বনিন্ম প্রাইস অতিক্রমের পরবর্তীতে ১.১৭০৪ প্রাইসে যেতে পারে EURUSD – কমার্জব্যাংক
EURUSD পেয়ারের প্রাইস কমে ১.১৮৫০ এর কাছাকাছি অবস্থান করছে। কমার্জব্যাংক অ্যানালাইসিস্ট কারেন জনসের মতে, পেয়ারটি জুন মাসের সর্বনিন্ম প্রাইস ১.১৮৪৭ অতিক্রমের পরবর্তীতে ১.১৭০৪ প্রাইসে আসতে পারে।
ফিবোনাসি রিট্রেসমেন্ট ৭৮.৬% অনুযায়ী EURUSD মাসের নিন্ম প্রাইস অতিক্রমের পরবর্তীতে ১৮৩৫ প্রাইসে কিছুটা বাধা-প্রাপ্ত হতে পারে। যা এপ্রিলের সর্বনিন্ম প্রাইস হতে পারে। পরবর্তী সাপোর্ট হতে পারে মার্চ মাসের নিন্ম প্রাইস ১.২০০০।
অপরদিকে ২০০ দিনের মুভিং অ্যাভাজের অনুযায়ী ১.২০৫০ রেজিস্ট্যান্স অতিক্রমের পরবর্তীতে ৫৫ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী ১.২০৮২ প্রাইসে আসতে পারে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.