১৩১.৯০ প্রাইসে যাবে EURJPY?
গত কয়েকদিন EURJPY পেয়ারের প্রাইস কমলেও গতকাল বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে পুনরায় কমতে শুরু করেছে।
EURJPY ১৩১.৬০ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। চার ঘন্টার চার্টে MACD ইনডিকেটর অনুযায়ী শর্ট টার্মে পেয়ারের প্রাইস বৃদ্ধি পেয়ে ১৩১.৯০-তে আসতে পারে।
অপরদিকে পেয়ারের বর্তমান সাপোর্ট হতে পারে সপ্তাহের নিন্ম প্রাইস ১৩১.২৫ এবং পরবর্তী সাপোর্ট হতে পারে ১৩১.০০। পেয়ারের ডাউনট্রেন্ড শক্তিশালী হলে সেক্ষেত্রে এপ্রিলের নিন্ম প্রাইস ১৩০.০০-তে যেতে পারে। পরবর্তী সাপোর্ট হতে পারে ১২৯.৬০।
অপরদিকে পেয়ারটি ১৩১.৯০ অতিক্রমের পরবর্তীতে ২০০ SMA অনুযায়ী ১৩২.৭০ প্রাইসে যেতে পারে। পরবর্তী রেজিস্ট্যান্সগুলো হতে পারে ১৩২.৮৫ এবং ১৩৩.০৫।
EURJPY চার ঘন্টার চার্ট
সবচেয়ে কম স্প্রেডেEURJPY পেয়ার ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.