০.৯২১৪ অতিক্রমের পরবর্তীতে ০.৯২৬৪ প্রাইসে যেতে পারে USDCHF – ক্রেডিট সুইস
দ্বিতীয় দিনের মতো USDCHF পেয়ারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। ক্রেডিট সুইস অ্যানালাইসিস্টদের মতে, পেয়ারটি ০.৯২১৪ অতিক্রমের পরবর্তীতে ০.৯২৬৪ প্রাইসে আসতে পারে।
পেয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ০.৯২৬৪ এবং ০.৯৩০০। আপট্রেন্ড শক্তিশালী হলে সেক্ষেত্রে ০.৯৪২৮ রেজিস্ট্যান্সে আসতে পারে।
অপরদিকে পেয়ারের বর্তমান সাপোর্ট লেভেল ০.৯১৪২। পরবর্তী সাপোর্ট হতে পারে ০.৯১০১। ২০০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী ০.৯০৭০ প্রাইসে আসতে পারে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.