GBPJPY পেয়ারের প্রাইস কমতে পারে
আজ মঙ্গলবার এশিয়ান সেশনে তৃতীয় দিনের মতো GBPJPY পেয়ারের প্রাইস কমে সপ্তাহের সর্বনিন্ম প্রাইসের দিকে যাচ্ছে। বর্তমানে পেয়ারটি ৫০ দিনের মুভিং অ্যাভারেজ (DMA) অনুযায়ী ১৫৩.৫২ প্রাইসে মুভমেন্ট করছে।
MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ারের ডাউনট্রেন্ড শক্তিশালী হতে পারে। ১০০ দিনের মুভিং অ্যাভারেজ (DMA) অনুযায়ী পেয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ফেব্রুয়ারি মাসের সর্বোচ্চ প্রাইস ১৫১.৬০।
অপরদিকে পেয়ারটি ১৫২.০০ রেজিস্ট্যান্স অতিক্রমে সক্ষম হলে এপ্রিলের সর্বোচ্চ প্রাইস ১৫৪.০০-তে আসতে পারে। পরবর্তী রেজিস্ট্যান্সগুলো হতে পারে ১৫৫.০০ এবং ১৫৬.০৬।
GBPJPY ডেইলি চার্ট
সবচেয়ে কম স্প্রেডে GBPJPY পেয়ার ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.