এপ্রিলের সর্বোচ্চ প্রাইসে যাচ্ছে USDCHF – কমার্জব্যাংক
গত কয়েকদিন USDCHF পেয়ারের প্রাইস কমলেও আজ বৃদ্ধি পেয়ে ০.৯২০০- এর উপরে অবস্থান করছে। যদিও পেয়ারটি ০.৯১৭৫ প্রাইসে ওপেন হয়েছিল।
কমার্জব্যাংক অ্যানালাইসিস্ট অ্যাক্সেল রুডলফের মতে, পেয়ারটি এপ্রিলের সর্বোচ্চ প্রাইস ০.৯৪৭২-তে আসতে পারে। ফিবোনাসি রিট্রেসমেন্ট ৬১.৮% অনুযায়ী পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স হতে পারে ০.৯২৬৪।
পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১২ মার্চের সর্বোচ্চ প্রাইস ০.৯৩২৫ এবং এপ্রিলের সর্বোচ্চ প্রাইস ০.৯৪৭২। অপরদিকে পেয়ারের বর্তমান সাপোর্ট গত সপ্তাহের নিন্ম প্রাইস ০.৯১৪৩। ২০০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ০.৯০৭৫।
সবচেয়ে কম স্প্রেডে USDCHF পেয়ার ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.