EURUSD পেয়ারের সাপোর্ট ও রেজিস্ট্যান্স- ক্রেডিট সুইস
কয়েকদিন EURUSD পেয়ারের প্রাইস বৃদ্ধি পেলেও বড় ধরণের মুভমেন্ট তৈরিতে সক্ষম হচ্ছে না। বর্তমানে পেয়ারটি ১.১৯৩৫ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে।
ক্রেডিট সুইস অ্যানালাইসিস্টদের মতে, ২০০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী পেয়ারটি ১.১৯৯৮ প্রাইস অতিক্রমে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে। অপরদিকে ১.১৮৪৭ প্রাইসের নিচে আসলে ডাউনট্রেন্ড শক্তিশালী হতে পারে।
পেয়ারটি ১.১৯৯৮ প্রাইস অতিক্রমে সক্ষম হলে ১.২০৭৪ প্রাইসে আসতে পারে এবং ১.১৮৪৭ অতিক্রমে সক্ষম হলে ১.১৮২৪ আসতে পারে।
সবচেয়ে কম স্প্রেডে EURUSD পেয়ার ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.