GOLD সাপ্তাহিক ফরেকাস্ট ( ০২-০৬ আগস্ট, ২০২১)
গত সপ্তাহের শুরুর দিকে নেতিবাচক সূচনা সত্ত্বেও গোল্ড সাপ্তাহিক বিশ্লেষণে হালকাভাবে বুলিশ ছিল। তবে শুক্রবার মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধির ফলে গোল্ডের প্রাইস কিছুটা কমেছিল। সপ্তাহে গোল্ড নিন্মমূখী অবস্তান থেকে বৃদ্ধি পেয়ে ১৮১০ প্রাইসে ক্লোজ হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের সামষ্টিক অর্থনৈতিক ইভেন্টগুলো ধাতব পদার্থের গতি-বিধি পরিবর্তন করেছিল। এর ফলে গোল্ড ১৮৩০ প্রাইসে উঠতে সক্ষম হলেও সপ্তাহ শেষে ১৮১০ প্রাইসে ক্লোজ হয়।
প্রত্যাশা অনুযায়ী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট ০.২৫% অপরিবর্তনীয় রেখেছে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক ইঙ্গিত দিয়েছে অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া পর্যন্ত মাসিক ১২০ বিলিয়ন ডলার সিকিউরিটিজ কেনা অব্যাহত রাখবে।
প্রেস কনফারেন্সে ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েল বলেছেন, মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি সময় চলতে পারে। প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, দেশটিতে দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রত্যাশার তুলনায় ২ পয়েন্ট কম বেড়েছে। এটাও আমাদের জানা আছে যুক্তরাষ্ট্রে ৪ লক্ষ লোক বেকারত্বের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছে। যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে ২০ হাজার বেশি। সপ্তাহের শেষে ফেড মন্তব্য ডলারের প্রাইস বৃদ্ধিতে সহায়তা করেছিল।
এ সপ্তাহে যা হতে পারে
মার্কিন ডলারের সাম্প্রতিক দুর্বলতার কারণে এটি বিভিন্ন কারেন্সির বিপরীতে নিন্মগামী রয়েছে। বিনিয়োগকারীরা মার্কিন বেকারত্বের হার এবং NFP ডাটার অপেক্ষা করছে। এছাড়াও ইউরো ও ব্রিটিশ পাউন্ডকে প্রভাবিত করার মতো গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো থেকে মনোযোগ সড়ানো উচিত হবে না বিনিয়োগকারীদের।
এ সপ্তাহে জার্মান রিটেইল সেলস, ফ্যাক্টরি অর্ডার এবং ইন্ডাস্ট্রীয়াল প্রডাকশ রিপোর্ট প্রকাশ করা হবে। এছাড়াও ব্যাংক অব ইংল্যান্ডের মিটিংও বেশ গুরুত্বপূর্ণ।
GOLD টেকনিক্যাল অ্যানালাইসিস
১০০ এবং ২০০ SMA অনুযায়ী এ সপ্তাহে GOLD সাইডওয়ে থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন বেকারত্ব রিপোর্ট গোল্ডের গতি-বিধিতে প্রভাব ফেলতে পারে। শুক্রবার ননফার্ম পেরোলস রিপোর্ট গোল্ডের বুলিশ ট্রেন্ড টেনে ধরতে পারে।
২০০ এবং ৫০ SMA অনুযায়ী গোল্ড ১৮২০ ও ১৮৩০ রেজিস্ট্যান্স যেতে পারে। অপরদিকে পেয়ারের সাপোর্ট হতে পারে ১৮১০, ১৮০০ এবং ১৭৯০।
গোল্ড গত সপ্তাহের সর্বোচ্চ প্রাইস ১৮৩০ অতিক্রমে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশাল হতে পারে।
ডেইলি চার্টের আলোকে সাপ্তাহিক অ্যানালাইসিস
সবচেয়ে কম স্প্রেডে GOLD ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.