০.৮৫২০ সাপোর্টের কাছাকাছি অবস্থান করছে EURGBP
আজকের সেশনে EURGBP ০.৮৫০০ প্রাইসে ওপেন হলেও বর্তমানে ০.৮৫২০ সাপোর্টের কাছাকাছি অবস্থান করছে। পেয়ারটি ০.৮৫২০ সাপোর্ট অতিক্রমে সক্ষম হলে ০.৮৫০০ প্রাইসে যেতে পারে।
পেয়ারের পরবর্তী সাপোর্ট হতে পারে ৬ এপ্রিলের নিন্ম প্রাইস ০.৮৪৮৫। MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ার ওভারসোল্ডে রয়েছে। যা পেয়ারের আপট্রেন্ড নির্দেশ করছে। পেয়ারের পরবর্তী সাপোর্ট হতে পারে ৫ এপ্রিলের নিন্ম প্রাইস ০.৮৪৭০।
অপরদিকে পেয়ারের ক্ষেত্রে ০.৮৫৩০ হরিজোনটাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। পরবর্তী আপসাইড প্রাইস হতে পারে ০.৮৫৬০ হরিজোনটাল রেজিস্ট্যান্স। ২৩ জুলাই পেয়ারটি সর্বোচ্চ ০.৮৫৮৪ প্রাইসে উঠেছিল।
EURGBP ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.