ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেটে প্রভাবিত হতে পারে GBPUSD
আজ বৃহস্পতিবার বিকাল ০৫:০০ টায় ব্যাংক অফ ইংল্যান্ড তাদের মুদ্রানীতি ডিসিশন ঘোষণা করবে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে ডিসেম্বরের পর থেকে ষষ্ঠবারের মতো ব্যাংক রেট বাড়াতে প্রস্তুত এমনটাই মনে হচ্ছে।
ব্রিটিশ মুদ্রাস্ফীতি ইতিমধ্যে ৪০ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ব্যাংক অফ ইংল্যান্ড জুন মাসে বলেছিল মুদ্রাস্ফীতির চাপ আরও স্থায়ী হলে তাদের মুদ্রানীতি কঠিন করবে।
প্রত্যাশা করা হচ্ছে, ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক ইন্টারেস্ট রেট ৫০ বিপিএস বৃদ্ধি করবে। ১৯৯৫ সালের পরবর্তীতে যা সর্বোচ্চ। সুতরাং আজকের সেশনে GBPUSD ট্রেডারদের প্রধান আকর্ষণ হিসেবে কাজ করবে ইংল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের ইন্টারেস্ট রেট ডিসিশন।
আশা করা হচ্ছে, ব্যাংক ইন্টারেস্ট রেট ১.২৫% থেকে ৫০ বিপিএস বৃদ্ধি করে ১.৭৫% করতে পারে। ইন্টারেস্ট রেট বৃদ্ধিকে কেন্দ্র করে আজকের সেশনে GBPUSD পেয়ার আপট্রেন্ড অব্যাহত রেখে ১.২১৯১ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে।
এছাড়াও ব্যাংক অফ ইংল্যান্ডের গর্ভনর অ্যান্ড্রু বেইলির মন্তব্য এবং ভবিষ্যতে ব্যাংকের হার বৃদ্ধি সম্পর্কে ইঙ্গিত বিনিয়োগকারীদের নজরে থাকবে।
ফিবোনাসি রিট্রেসমেন্ট ২৩.৬% অনুযায়ী রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে ১.২১৬০। অপরদিকে ফিবোনাসি রিট্রেসমেন্ট ৩৮.২% অনুাযায়ী ১.২১০০ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। ২০০-SMA অনুযায়ী পরবর্তী সাপোর্ট হিসেবে কাজ করতে পারে ১.২০৭৫।
0 Comments
Recommended Comments
There are no comments to display.