০.৮৪৪০ অতিক্রমে EURGBP-এর আপট্রেন্ড শক্তিশালী হতে পারে
আজ বৃহস্পতিবার ইউরোপিয়ান সেশনের শুরুতে ০.৮৩৬০ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে EURGBP। পেয়ারের বর্তমান সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে মঙ্গলবারের নিন্ম প্রাইস ০.৮৩৪০।
RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ার ৫০ পয়েন্টের নিচে অবস্থান করছে, যা প্রাইস কমার নির্দেশ দিচ্ছে। পেয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে ০.৮৩৮৫। ফিবোনাসি রিট্রেসমেন্ট ৬১.৮% অনুযায়ী ০.৮৩৮৫ প্রাইসে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে।
অপরদিকে পেয়ারের সাপোর্ট হিসেবে দেখা যাচ্ছে ২৩ মার্চের নিন্ম প্রাইস ০.৮২৯৫। ০.৮২৯৫ ব্রেকে সক্ষম হলে এক্ষেত্রে ০.৮২০০ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে।
EURGBP ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.