AUDUSD-এর শক্ত রেজিস্ট্যান্স দেখা হচ্ছে ০.৭০৪০
চলতি সপ্তাহের মঙ্গলবার AUDUSD পেয়ারের প্রাইস কমলেও গত দুদিন বৃদ্ধি পাচ্ছে। আজ বৃহস্পতিবার ইউরোপিয়ান সেশনের শুরুর দিকে পেয়ারটি ০.৬৯৬৩-এর কাছাকাছি মুভমেন্ট করছে।
RSI ইনডিকেটরে সবুজ সিগন্যাল দেখাচ্ছে, যা প্রাইস বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে MACD ইনডিকেটর ৫০ পয়েন্টের উপরে অবস্থান করছে। এর ফলে প্রাইস বৃদ্ধির সম্ভাবনা থেকে যাচ্ছে।
পেয়ারটির তাৎক্ষণিক রেজিস্ট্যান্স দেখা হচ্ছে ০.৭০০০। আপট্রেন্ড অব্যাহত থাকলে পরবর্তী রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা রয়েছে ০.৭০৪০। AUDUSD এর ক্ষেত্রে ০.৭০৪০ গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে।
পেয়ারটি ০.৭০৪০ অতিক্রমে সক্ষম হলে জুনের সর্বোচ্চ প্রাইস ০.৭২৮৩-তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ০.৬৮৮০। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে ০.৬৮৫০ অতিক্রমের পরবর্তীতে ০.৪৮৩০ যাওয়ার সম্ভাবনা রয়েছে।
AUDUSD ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.