USDCHF সাপোর্ট-রেজিস্ট্যান্স
১৫ দিনের মতো USDCHF পেয়ারের প্রাইস কমলেও গতকাল থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ বুধবার ইউরোপিয়ান সেশনের শুরুর দিকেও পেয়ারটি ০.৯৫৭১ এর কাছাকাছি মুভমেন্ট করছে।
এক ঘন্টার চার্টে ২০০-HMA অনুযায়ী ১৪ জুলাইয়ের সর্বোচ্চ প্রাইস ০.৯৫৯০ রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ২২ জুলাইয়ের নিন্ম প্রাইস ০.৯৬০০।
আপট্রেন্ড অব্যাহত থাকলে ০.৯৭০০ অতিক্রমের পরবর্তীতে ফিবোনাসি রিট্রেসমেন্ট ৬১.৮% অনুযায়ী ০.৯৭৩০ রেজিস্ট্যান্সে যেতে পারে।
অপরদিকে সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ০.৯৫৪০। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে ০.৯৫০০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে মার্চের সর্বোচ্চ প্রাইস ০.৯৪৭০ সাপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.