NZDUSD প্রাইস অ্যানালাইসিস
আজ বুধবার ইউরোপিয়ান সেশনের শুরুতে NZDUSD ০.৬২৪০-এর কাছাকাছি মুভমেন্ট করছে। NZDUSD-এর সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ১০০-SMA।
পেয়ারটি দুসপ্তাহ ধরে আপট্রেন্ডে থাকলেও গতকাল এক মাসের মধ্যে সবচেয়ে লাভ অর্জন করেছে। MACD ইনডিকেটর অনুযায়ী লাল রঙে দেখা যাচ্ছে যা প্রাইস কমার নির্দেশ দিচ্ছে এবং RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ারটি ৫০ পয়েন্টের নিচে অবস্থান করছে। এর ফলে প্রাইস কমার সম্ভাবনা তৈরি হচ্ছে।
NZDUSD পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে ০.৬২৭০। আপট্রেন্ড অব্যাহত থাকলে ০.৬৩৪৫ অতিক্রমের পরবর্তীতে ০.৬৩৫৩ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে।
অপরদিকে ১০০-SMA অনুযায়ী ০.৬২২০ অতিক্রমের পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে ০.৬২১০। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে ফিবোনাসি রিট্রেসমেন্ট ৬১.৮% অনুযায়ী ০.৬১৭০ সাপোর্ট হিসেবে কাজ করার সম্ভাবনা রয়েছে।
NZDUSD ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.