মাসের সর্বোচ্চ প্রাইসের নিচে অবস্থান করছে EURUSD
আজ মঙ্গলবার এশিয়ান সেশনে EURUSD মাসের সর্বোচ্চ প্রাইস ১.০৩০০-তে উঠলেও বর্তমানে কমে ১.০২২৬৪ এর কাছাকাছি মুভমেন্ট করছে। আজকের সেশনে মার্কিন ডলারের প্রাইস ০.১৫% কমে বর্তমানে ১০৫.৪৭ এর কাছাকাছি মুভমেন্ট করছে। মার্কিন ট্রেজারি ইল্ডের নিন্মগতি ডলারের প্রাইস কমাতে সহায়তা করছে।
গত সপ্তাহে প্রকাশিত হতাশাজনক মার্কিন পিএমআই এবং জিডিপি ডাটা ডলারের প্রাইস কমাতে সহায়তা করছে। এছাড়াও ফেডের চেয়ারম্যান জেরেমি পাওয়েলের বিবৃতি ডলারের প্রাইস কমার পেছনে কাজ করছে।
সোমবার মার্কিন আইএসএম ম্যানুফেকচারিং পিএমআই ২০২০ সালের জুলাইয়ের পরবর্তীতে সর্বনিন্মে নেমে এসেছে। সেক্টরটি ৫৩.০ থেকে কমে ৫২.৮ পয়েন্টে নেমে এসেছে। যা পূর্বাভাসের চেয়ে ভালো ছিল।
রয়টার্স রিপোর্ট অনুযায়ী মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ান সফরে যাচ্ছেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে চীনের হুমকিতে তিনি ভয় পাবেন না। এদিকে চীনও পাল্টাপাল্টি হুমকি দিয়ে আসছে। যা ডলারের গতিবিধিকে প্রভাবিত করতে পারে।
আজকের সেশনে শিকাগো ফেডের প্রেসিডেন্ট চার্লস এল ইভান্স এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ সেন্ট সুইস জেমস বুলার্ডের আজকের বক্তৃতার আগে চীনা শিরোনাম ও মার্কেটের মন্দার অনুভূতি গুরুত্বপূর্ণ হবে।
অপরদিকে ২১-DMA অনুযায়ী EURUSD পেয়ারের রেজিস্ট্যান্স হতে পারে ১.০২৩৫ এবং পরবর্তী সাপোর্ট হিসেবে কাজ করতে পারে ১.০১৬০।
0 Comments
Recommended Comments
There are no comments to display.