৫০ DMA- অতিক্রমে বিয়ারিশ শক্তিশালী হতে পারে GBPUSD
GBPUSD ডেইলি চার্টে দেখা যাচ্ছে, পেয়ারটি বেশ কয়েকদিন আপট্রেন্ড অব্যাহত রাখলেও আজ মঙ্গলবার ইউরোপিয়ান সেশনের পূর্বে প্রাইস কমছে এবং বর্তমানে ১.২২৬০ এর কাছাকাছি মুভমেন্ট করছে।
ডেইলি চার্টে MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ারের বুলিশ অবস্থান শক্তিশালী হওয়ার সংকেত দিচ্ছে। যা বায়ারদের বাই করার ক্ষেত্রে উৎসাহিত করবে। তবে বর্তমান সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ৫০ DMA।
৫০ DMA অতিক্রমে সক্ষম হলে ক্ষেত্রে ১.২২০০ অতিক্রমের পরবর্তীতে ১.২১৪০ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। পরবর্তী সাপোর্ট হতে পারে ১.২০৯০। ১.২০৯০ অতিক্রমের পরবর্তীতে জুনের নিন্ম প্রাইস ১.১৯৩৩ সাপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সাপোর্ট হিসেবে কাজ করতে পারে ১.১৭৬০।
পেয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে জুনের মাঝামাঝির সর্বোচ্চ প্রাইস ১.২৪১০। ফিবোনাসি রিট্রেসমেন্ট ৩৮.২% ও ১০০- DMA অনুযায়ী ১.২৪৮৫ অতিক্রমের পরবর্তীতে ১.২৫১০ রেজিস্ট্যান্স হতে পারে। আপট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে মে মাসের সর্বোচ্চ প্রাইস ১.২৬৬৯ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে।
GBPUSD ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.