২০২১ সালের অক্টোবরের পরবর্তীতে বিটকয়েনের এক মাসে সর্বোচ্চ লাভ
২০২১ সালের অক্টোবরের পরবর্তীতে বিটকয়েন এক মাসে সর্বোচ্চ ১৬.৮% বৃদ্ধি পেয়েছে। জুনে বিটকয়েনের প্রাইস প্রায় ৪০% কমেছিলো। তবে গত মাসে কয়েনটির প্রাইস ১৬.৮% বৃদ্ধি পেয়েছে। যা ২০২১ সালের অক্টোবরের পরবর্তীতে এক মাসে সর্বোচ্চ বৃদ্ধি।
তবে ২০২১ সালের জুলাইয়ে বিটকয়েনের প্রাইস ১৮.১৯% বৃদ্ধি পেয়েছিলো। গত বছরের তুলনায় কয়েনের প্রাইস সামান্য কিছুটা পিছিয়ে রয়েছে।
২০২১ সালের আগস্টে বিটকয়েনের প্রাইস ১৩.৮% বৃদ্ধি পেয়েছিলো। ২০২২ সালের আগস্টে অর্থাৎ চলতি মাসের প্রথমদিকে কয়েনটি ০.০৬% প্রফিটে রয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, আগস্টেও বিটকয়েন আপট্রেন্ড অব্যাহত রাখতে পারে।
মার্চের পরবর্তীতে প্রথমবারের মতো মাসিক ক্যান্ডেলে সবুজ দেখা যাচ্ছে। যা কয়েনের জন্য পজিটিভ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.