দেড় মাসের নিন্ম প্রাইসের কাছাকাছি USDJPY
গত সপ্তাহের শেষের ৩দিন এবং চলতি সপ্তাহের শুরুর দিনসহ মোট ৪দিন পেয়ারটি ডাউনট্রেন্ড অব্যাহত রেখেছে। আজ ইউরোপিয়ান সেশনের শরুর দিকে পেয়ার ১৩২.৪০ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে।
আজকের সেশেন পেয়ারটি দেড় মাসের নিন্ম প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আক্রমনাত্মক অবস্থান থেকে সরে আসবে, এমন সম্ভাবনা ডলারকে দুর্বল করবে। এছাড়াও মার্কিন ট্রেজারি বন্ডের ফলনের পতন ডলারকে আরও দুর্বল করেছে।
এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ইয়েন শক্তিশালী অবস্থান ধরে রাখছে। এছাড়াও ব্যাংক অব জাপানের ডোভিশ মনোভাবের ফলে জাপানী ইয়েন নেতিবাচক অবস্থানে থাকলেও সাম্প্রতি ডলারের দুর্বলতা প্রাইস বৃদ্ধিতে সহায়তা করছে।
চলতি সপ্তাহে মার্কিন ননফার্ম পেরোলস রিপোর্ট গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যা ডলারের প্রাইসে প্রভাব ফেলতে পারে। প্রত্যাশার থেকে মার্কিন জব বৃদ্ধি পেলে পুনরায় ডলার শক্তিশালী হতে পারে। এর ফলে USDJPY পেয়ারের আপট্রেন্ড অব্যাহত থাকতে পারে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.