AUDUSD সাপ্তাহিক ফরেকাস্ট (০১-০৫ আগস্ট, ২০২২)
মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে রিজার্ভ ব্যাংক অব অস্টেলিয়া ইন্টারেস্ট রেট ৫০ বিপিএস বৃদ্ধি করবে এমন সম্ভাবনা মার্কিন ডলারের বিপরীতে অস্টেলিয়ান ডলারকে শক্তিশালী করছে। AUDUSD ৩ সপ্তাহের মতো আপট্রেন্ড অব্যাহত রেখেছে।
মার্কিন ডলার ডাউনট্রেন্ড অব্যাহত রাখলে সেক্ষেত্রে AUDUSD পেয়ারের আপট্রেন্ড অব্যাহত থাকতে পারে। অস্ট্রেলিয়ার মুদ্রাস্ফীতি ৬.১% বৃদ্ধি পেয়েছে। এর ফলে আশা করা হচ্ছে, রিজার্ভ ব্যাংক অব অস্টেলিয়া আগস্টে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করবে।
অস্টেলিয়া ব্যাংকের অর্থনীতিবিদের মধ্যে অন্যতম গ্যারেথ বলেছেন, আগস্টে রিজার্ভ ব্যাংক অব অস্টেলিয়া ইন্টারেস্ট রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করতে পারে। মার্কিন ডলার যদি দুর্বলতা অব্যাহত রাখে এবং অস্টেলিয়া ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে। তাহলে AUDUSD পেয়ারের প্রাইস ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এ সপ্তাহে যা হতে পারে
এ সপ্তাহে মার্কিন ইভেন্টগুলোর পাশাপাশি রিজার্ভ ব্যাংক অব অস্টেলিয়ার মনেটারী এস্টেটমেন্ট রিপোর্ট AUDUSD পেয়ারকে প্রভাবিত করতে পারে।
প্রত্যাশা করা হচ্ছে, রিজার্ভ ব্যাংক অব অস্টেলিয়া ইন্টারেস্ট রেট ১.৩৫% থেকে বৃদ্ধি করে ১.৮৫%-এ নিয়ে আসতে পারে।
AUDUSD টেকনিক্যাল অ্যানালাইসিস
ডেইলি চার্টে দেখা যাচ্ছে, AUDUSD ২২-SMA এর উপরে অবস্থান করছে। যা বুলিশ কন্ট্রোলের ইঙ্গিত দিচ্ছে। RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ার ৫০ পয়েন্টের উপরে অবস্থান করছে। এ ইনডিকেটরটিও বুলিশ অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। তবে ০.৭০০০ প্রাইসে একটি ডজি ক্যান্ডেল দেখা যাচ্ছে, যা মার্কেটের সিদ্বান্তহীনতাকে নির্দেশ করছে।
AUDUSD আপট্রেন্ড অব্যাহত রাখতে সক্ষম হলে ০.৭২৬৬ অতিক্রমের পরবর্তীতে ০.৬৭২০০ প্রাইসে যেতে পারে।
AUDUSD ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.