১৫৩.০০ প্রাইসের নিচে অবস্থান করছে GBPJPY
আজ বৃহস্পতিবার এশিয়ান সেশনে GBPJPY পেয়ার দুসপ্তাহের মতো আপট্রেন্ড অব্যাহত রেখে ১৫২.৮০ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে।
পেয়ার ১৫৩.০০ প্রাইস অতিক্রমে ব্যর্থ হলে ১০০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী ১৫২.৬০ প্রাইসে আসতে পারে। পেয়ারের দুর্বলতা বৃদ্ধি পেলে ১৫২.০০ প্রাইস এবং পরবর্তীতে জুনের সর্বনিন্ম প্রাইস ১৫১.৩০ এবং জুলাইয়ের নিন্ম প্রাইস ১৫০.৬৫ যেতে পারে।
প্রত্যাশা করা হচ্ছে, পেয়ারটি ১৫৩.০০ প্রাইস অতিক্রমে সক্ষম হবে পরবর্তীতে ১৫৪.০০ প্রাইসে যেতে পারে। পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে জুনের সর্বোচ্চ প্রাইস ১৫৫.৫০।
GBPJPY ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.