ফেড মিটিংয়ের পূর্বে মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মিটিংয়ের পূর্বে আজ বুধবার মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। যদিও শুরুর দিকে কিছুটা কমার চেষ্টা করেছিল।
জুনের মিটিংয়ে ফেডের হাকিশ আলোচনাকে কেন্দ্র করে ডলার গত একমাস ব্যাপী বৃদ্ধি পাচ্ছে। এ মাসেও ডলার একই ধারা অব্যাহত রাখতে চলেছে। বিনিয়োগকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বৃদ্ধির মধ্যে টেপারিংয়ের বিষয়ে ফেড থেকে পুনরায় কি আলোচনা আসে তার অপেক্ষা করছে।
আজ রাত ০৮:৩০ মিনিটে ফেডের ইন্টারেস্ট রেট ডিসিশন, মনেটারী পলিসি এস্টেটমেন্ট এবং জেরেমি পাওয়েলের আলোচনা রয়েছে। যা মার্কেটের গতিধিতে প্রভাব ফেলতে পারে।
কিছু বিদেশী এক্সচেঞ্জ অ্যানালাইসিস্টদের মতে, সাম্প্রতিক প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান কোভিড-১৯ এর প্রভাবে ফেড নীতি পরিবর্তন সম্ভাবনা কম রয়েছে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.