GBPUSD প্রাইস অ্যানালাইসিস
GBPUSD তৃতীয় দিনের মতো বৃদ্ধি পেলেও ১.৩৯০০ প্রাইস অতিক্রমে সক্ষম হয়নি। যুক্তরাজ্যে মুক্ত চলাচল এবং ব্রেক্সিট উদ্বেগ নিরসনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমন নীতি-নির্ধারকদের বিবেচনায় আসার সাথে সাথে ব্রিটিশ পাউন্ডের প্রাইস বৃদ্ধি পেতে শুরু করেছে।
এদিকে ফেড ইভেন্টের অপেক্ষায় ডলারের প্রাইস কিছুটা স্থিতিশীল থাকায় ব্রিটিশ পাউন্ড অতিরিক্ত সুবিধা পাচ্ছে। GBPUSD ১.৩৯০০ প্রাইস অতিক্রমের অপেক্ষায় রয়েছে।
১০০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী পেয়ারের পরবর্তী পদক্ষেপ হতে পারে ১.৩৯২৪। ৫০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী ১.৩৯৫০ রেজিস্ট্যান্স হতে পারে।
RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ারের প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অপরদিকে পেয়ারের বর্তমান সাপোর্ট ১.৩৮৫০। ২১ DMA অনুযায়ী পরবর্তীতে ১.৩৮০১ সাপোর্টে যেতে পারে।
GBPUSD ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.