Bitcoin টেকনিক্যাল অ্যানালাইসিস
বৃহস্পতিবার Bitcoin-এর প্রাইস কমে ১৯ হাজার মার্কিন ডলারের নিচে গেলেও আজ শুক্রবার পুনরায় ২০ হাজারের ওপরে উঠতে সক্ষম হয়েছে। গতকাল Ethereum-এর প্রাইস কমে ১ হাজার ডলারে গেলেও অতিক্রমে সক্ষম হয়নি।
Bitcoin
বৃহস্পতিবার বিটকয়েনের বিয়ারিশ গেলেও শুক্রবার মার্কেট পুনরুদ্ধার হওয়ার চেষ্টা করছে। অস্থিরতা সত্ত্বেও বিশ্বের বৃহত্ততম ক্রিপ্টো টোকেন আজকের সেশনে এখন পর্যন্ত ২০,৬৩২ মার্কিন ডলারে উঠেছে।
গত ২৪ ঘন্টায় কয়েনটির প্রাইস কমে সর্বনিন্ম ১৮,৭২৯ ডলারে নেমে ছিলো। গত ৩ সপ্তাহে কয়েনটি ৩বার ব্রেকআউটের চেষ্টা করেছে। তবে নিচে নামতে সক্ষম হয়নি।
RSI ইনডিকেটরের দিকে লক্ষ্য করে দেখা যায়, কয়েনটি ৩০ পয়েন্টের নীচে ট্র্যাক করছে, তবে সত্যিকারে রিবাউন্ডের জন্য RSI ইনডিকেটরে তৈরি লাইনটি অতিক্রম করা প্রয়োজন। অ্যানালাইসিস লেখার সময় বিটকয়েন ১৯,১৯৪ ডলারে ট্রেড করছে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.