এক ঘন্টার চার্টে EURUSD
EURUSD পেয়ারের প্রাইস গত দুদিন কমলেও আজ বৃহস্পতিবার এশিয়ান সেশনে রিবাউন্ডের চেষ্টা করছে। পেয়ারটি বর্তমানে ১.০৪৩৩-প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে।
EURUSD ১.০৪৫০ প্রাইসের উপরে সাসটেইন হলে সেক্ষেত্রে প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পেয়ারের সামগ্রিক প্রবণতা বিয়ারিশ কারণ EURUSD ১.০৫০০ প্রাইসের নিচে মুভমেন্ট করছে। ১৭ জুন পেয়ারের ক্ষেত্রে ১.০৪৪৪ সাপোর্ট হিসেবে কাজ করেছিলো।
যা বর্তমানে রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। পেয়ারটি ১.০৫০০ প্রাইসের উপরে উঠলে সেক্ষেত্রে মঙ্গলবারের সর্বোচ্চ প্রাইস ১.০৬৮০-তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করতে পারে।
২০ এবং ৫০-EMA অনুযায়ী ১.০৪৬৩ রেজিস্ট্যান্স হিসেবে দেখা যেতে পারে। ১৪ দিনের RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ার ২০-৪০ পয়েন্টের মধ্যে মুভমেন্ট করছে। পেয়ারটি ৫০ পয়েন্ট অতিক্রমে সক্ষম হলে সেক্ষেত্রে প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
অপরদিকে সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ১.০৪৩৩। পরবর্তী সাপোর্ট হতে পারে ১৪ জুনের নিন্ম প্রাইস ১.০৩৯৭। ১৫ জুন পেয়ারের নিন্ম প্রাইস ছিল ১.০৩৫৯। যা সাপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
EURUSD এক ঘন্টার চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.