মার্কিন ডলারের প্রাইস কমছে
আজ শুক্রবার মার্কিন ডলারের প্রাইস কিছুটা কমছে কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি রোধ করার লক্ষ্যে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতির প্রভাব সম্পর্কে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছে।
আজকের সেশনে মার্কিন ডলার ০.১৬% কমে ১০৪.২৭ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর এ ধরনের আক্রমণাত্মক আর্থিক কড়াকড়ি বা ইন্টারেস্ট রেট বৃদ্ধি মন্দার জন্ম দিতে পারে এমন উদ্বেগের কারণে ডলারের প্রাইস কমতে শুরু করেছে।
ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েল এ সপ্তাহের শুরুতে ক্যাপিটাল হিলে বিবৃতি দেয়ার সময় বলেন: মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ফেডারেল রিজার্ভের নিঃশর্ত প্রতিশ্রুতি রয়েছে। সুতরাং ফেড প্রয়োজনে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করবে।
পাওয়েলের মন্তব্যের পরবর্তীতে মার্কিন ১০-বছরের ট্রেজারি ফলন ৩.০৮৭%-এ নেমে এসেছে। এদিকে আজ শুক্রবার প্রকাশিত ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে, মে মাসে ব্রিটেনে রিটেইল সেলস ০.৫% কমেছে। যা প্রত্যাশার থেকে উপরে ছিল। তবে GBPUSD পেয়ারের প্রাইস ০.০৫% বেড়ে ১.২২ ডলারে অবস্থান করছে।
এদিকে জার্মানির বিজনেস ক্লাইমেট রিপোর্টকে কেন্দ্র করে EURUSD পেয়ারের প্রাইস ০.১৯% বৃদ্ধি পেয়ে ১.০৫ ডলারে অবস্থান করছে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.