১.০৬০০ অতিক্রমে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে EURUSD
EURUSD পেয়ার টানা চতুর্থদিনের মতো আপট্রেন্ড অব্যাহত রেখে বর্তমানে ১.০৫৬০ এর কাছাকাছি মুভমেন্ট করছে। গত সপ্তাহ থেকে পেয়ারটি ১.০৪৪৪-১.০৬০১ রেঞ্জের মধ্যে মুভমেন্ট করছে।
EURUSD ১.০৬০১ অতিক্রমে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে। এক ঘন্টার চার্টে দেখা যাচ্ছে, পেয়ারটি একটি Darvas Box তৈরি করেছে। যা মার্কেটে ভোলাটিলিটি সংকোচনের সিগন্যাল দেয় একই সাথে উক্ত রেঞ্জ অতিক্রমে ভোলাটিলিটি বৃদ্ধি পেতে পারে।
অপরদিকে ২০০-EMA অনুযায়ী ১.০৫৩৪ সাপোর্ট হতে পারে। ২০-EMA অনুযায়ী পেয়ারটি ১.০৫৫৮ অতিক্রমে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে। এক ঘন্টার চার্টে RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ার ৬০-৮০ রেঞ্জের মধ্যে মুভমেন্ট করছে। যা পেয়ারের বুলিশ অবস্থানের নির্দেশ দিচ্ছে।
পেয়ারটি ১.০৬০৬ অতিক্রমে সক্ষম হলে সেক্ষেত্রে ৭ জুনের সর্বোচ্চ প্রাইস ১.০৬৫-তে যেতে পারে। অপরদিকে EURUSD ১.০৪৪৪ অতিক্রমের পরবর্তীতে ১৪ দিনের RSI অনুযায়ী ১.০৩৯৭ প্রাইসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সাপোর্ট হতে পারে ১৫ জুনের নিন্ম প্রাইস ১.০৩৬০।
EURUSD এক ঘন্টার চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.