Uniswap শীর্ষ ২০ ক্রিপ্টোকারেন্সির মধ্যে
Uniswap শীর্ষ ২০ ক্রিপ্টো কারেন্সিতে স্থান করে নিয়েছে। Uniswap টানা চারদিন আপট্রেন্ড অব্যাহত রেখেছে। মঙ্গলবার টোকেনটির প্রাইস ৪.৪৩ ডলারে থাকলেও বুধবার বৃদ্ধি পেয়ে ৫.১৪ ডলারে উঠেছিল।
বর্তমানে Uniswap (UNI) ৫.১৮ ডলারের কাছাকাছি মুভমেন্ট করছে। কয়েন মার্কেট ক্যাপ অনুযায়ী টোকেনটি ২০ নাম্বারে অবস্থান করছে।
ডেইলি চার্টে RSI ইনডিকেটর অনুযায়ী ৫ এপ্রিলের পরবর্তীতে টোকেনটি সর্বোচ্চ প্রাইসে উঠেছে। RSI অনুযায়ী টোকেনটি ৫৩.৬০ পয়েন্টে অবস্থান করছে। যা প্রাইস বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। তবে ৫০ পয়েন্টের নিচে আসলে প্রাইস কমার সম্ভাবনা থেকে যাচ্ছে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.