৪০ বছরের সর্বোচ্চে ব্রিটিশ CPI
আজ বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট জেরেমি পাওয়েলের আলোচনার পূর্বে ব্রিটিশ মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়ে ৪০ বছরের সর্বোচ্চে এসেছে। আজকের সেশনে মার্কিন ডলারের প্রাইস ০.৪% বৃদ্ধি পেয়ে ১০৪.৬৫-তে অবস্থান করছে।
ফরেক্স মার্কেটে প্রভাব ফেলার মতো আজকের ইভেন্টগুলোর মধ্যে ব্রিটিশ মুদ্রাস্ফীতি ও ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েলের আলোচনা বেশ গুরুত্বপূর্ণ। মে মাসে ব্রিটিশ মুদ্রাস্ফীতি ৯% থেকে বেড়ে ৯.১% এসেছে, যা ৪০ বছরের সর্বোচ্চ।
ব্রিটিশ পাউন্ড দুর্বল অবস্থানে থাকলেও মুদ্রাস্ফীতি রিপোর্ট কেন্দ্র করে ডলারের বিপরীতে দুর্বলতা শক্তিশালী হয়েছে। ফেড জুলাই মাসের পরবর্তী সভায় আরেকটি ইন্টারেস্ট রেট বৃদ্ধি করতে প্রস্তুত, এ সম্পর্কে মঙ্গলবার রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট থমাস বারকিন মঙ্গলবার বলেছেন। ফেড প্রেসিডেন্ট জেরেমি পাওয়েলের আলোচনা ফেডের পরবর্তী পদক্ষেপের বিষয়ে ইঙ্গিত দিবে।
ব্যাংক অফ জাপানের পলিসি মিটিংয়ে দেখা যায়, বোর্ডের কিছু সদস্য ইয়েনের তীক্ষ্ণ পতনের বিষয়ে উদ্বিগ্ন কিন্তু তারা এখনও ইন্টারেস্ট রেট বৃদ্ধির ব্যাপারে জোর দিচ্ছে না। ব্রিটিশ মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ায়, GBPUSD পেয়ার ৪০ বছরের সর্বোচ্চে উঠেছে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.