১৬৬.০০ প্রাইসে ডাবল টপ তৈরির চেষ্টায় GBPJPY
চতুর্থদিন আপট্রেন্ড অব্যাহত রেখে আজ মঙ্গলবার লন্ডন সেশনে পেয়ারটি ১৬৫.৭৫ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। গত সপ্তাহের শেষের দিন GBPJPY ১৬৬.০০ প্রাইসে উঠেছিল। আজকের সেশনেও পেয়ার ১৬৬.০০ অতিক্রমের অপেক্ষায় রয়েছে।
GBPJPY ১৬৬.০০ প্রাইসে গেলে পুনরায় ডাবল টপ তৈরিতে সক্ষম হবে। এক্ষেত্রে প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পেয়ারের রেজিস্ট্যান্স হতে পারে ১৬৬.৩০। ২০১৬ সালে পেয়ারের ক্ষেত্রে ১৬৮.৭৩ গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল।
পেয়ারটি ২০১৬ সালের সর্বোচ্চ প্রাইসে যাওয়ার পূর্বে ১৬৬.৭০ এবং ১৬৭.০০ শক্ত রেজিস্ট্যান্স হতে পারে। অপরদিকে সাপোর্ট হতে পারে ১৬৫.০০। GBPJPY ১৬৫.০০ প্রাইসের নিচে নামলে ২০০ HMA অনুযায়ী ১৬৪.৬০ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। ডাউনট্রেন্ড শক্তিশালী হলে মাসের সর্বনিন্ম প্রাইস ১৬০.০০ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে।
GBPJPY এক ঘন্টার চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.