০.৮৬০০ প্রাইস অতিক্রমে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে EURGBP
EURGBP তৃতীয় দিন আপট্রেন্ড অব্যাহত রাখলেও আজ মঙ্গলবার ইউরোপিয়ান সেশনে ০.৮৫৭৫-এর কাছাকাছি মুভমেন্ট করছে। এক ঘন্টার চার্টে RSI ইনডিকেটর অনুযায়ী EURGBP ৫০ পয়েন্টের সামান্য নিচে অবস্থান করছে।
তবে পেয়ারটি ৫০ পয়েন্টের উপরে উঠলে আপট্রেন্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০০-HMA অনুযায়ী শর্ট-টার্মে পেয়ারের রেজিস্ট্যান্স হতে পারে ০.৮৫৯০-৯৫। পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে ০.৮৬০০। উক্ত প্রাইস অতিক্রমে সক্ষম হলে পেয়ারের প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
EURGBP আপট্রেন্ড অব্যাহত রাখলে সেক্ষেত্রে ০.৮৬৩৫ রেজিস্ট্যান্স হতে পারে। পরবর্তীতে ১৫ জুনের সর্বোচ্চ প্রাইস অতিক্রমের পরবর্তীতে মাসের সর্বোচ্চ প্রাইস ০.৮৭২১-তে যেতে পারে।
এক ঘন্টার চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.