ECB মিটিংয়ের পূর্বে ইউরোর প্রাইস বৃদ্ধি পাচ্ছে
আজ মঙ্গলবার এশিয়ান সেশনে ইউরোর প্রাইস বৃদ্ধি পাচ্ছে। ইউরো ট্রেডারদের নজর ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের মিটিংয়ের দিকে। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ একটি সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ফ্রান্সে রাজনৈতিক ঝুঁকি কিছুটা স্থিতিশীল হয়েছে।
ম্যাক্রোঁর এনসেম্বল জোট ন্যাশনাল অ্যাসেম্বলিতে সবচেয়ে বেশি আসন পেয়েছে কিন্তু পার্লামেন্ট নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভোট তার পক্ষে তেমন পরেনি।
যদিও ম্যাক্রোঁর প্রেসিডেন্ট এবং সংখ্যাগরিষ্ঠতা ইউরোজোনের জন্য ইতিবাচক হিসেবে মনে করা হয়। তবে সামগ্রিকভাবে ম্যাক্রোঁর বিজয় ইউরোজোন ইকোনমির জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে। ইউরোজোনের ক্ষেত্রে যে বিষয়টি সবথেকে বেশি আলোচনায় থাকবে। তা হলো মুদ্রাস্ফীতি এবং ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের নীতি।
ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্টি ক্রিস্টিন লেগার্ড নিশ্চিত করেছেন, এই গ্রীষ্মে দু’বার ইন্টারেস্ট রেট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। ব্যাংকের এ ধরনের নীতি ইউরোর প্রাইস বৃদ্ধিতে সহায়তা করবে। আগামীকালের মিটিং বিনিয়োগকারীদের নিকট বেশ গুরুত্বপূর্ণ।
EURUSD পেয়ারের প্রাইস ০.৪% বৃদ্ধি পেয়ে ১.০৫৩৬-এর কাছাকাছি মুভমেন্ট করছে। এদিকে মার্কিন ডলারের প্রাইস ০.৪% কমে ১০৪.৩১-এর কাছাকাছি মুভমেন্ট করছে। বুধবার এবং বৃহস্পতিবার ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েলের আলোচনা ফেডের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট করতে পারে। যা মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ হবে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.