USDJPY সাপ্তাহিক ফরেকাস্ট (২০-২৪ জুন, ২০২২)
সাপ্তাহিক পূর্বাভাসে USDJPY বুলিশ অবস্থানে রয়েছে এবং চলতি সপ্তাহেও পেয়ারের প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কারণ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে ৭৫ পয়েন্ট করতে পারে। যদিও পরবর্তী মিটিংয়ে ব্যাংকের রেট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহের শেষের দিন শুক্রবার ব্যাংক অফ জাপানের ডোভিশ মন্তব্য USDJPY পেয়ারের আপট্রেন্ড শক্তিশালী হতে সহায়তা করেছিল। ব্যাংক অফ জাপানের ডোভিশ ডিসিশনের পরবর্তীতে ইয়েনের প্রাইস ১.৯% কমেছে। ব্যাংক অফ জাপানের ডোভিশ সংবাদ কিছু বিনিয়োগকারীকে হতাশ করেছে। যারা অনুমান করেছিল ব্যাংক অফ জাপান মুদ্রাস্ফীতির চাপ স্বীকার করবে এবং এবং নীতি কঠোর করবে।
এ সপ্তাহে যা হতে পারে
চলতি সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট পাওয়েলের আলোচনা এবং মে মাসের মুদ্রাস্ফীতি রিপোর্ট বিনিয়োগকারীদের নজরে থাকবে।
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তুলনায় জাপানের মুদ্রাস্ফীতি কম। এ সপ্তাহে জাপানের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে পরবর্তী সপ্তাহে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের ডিসিশনের অপেক্ষায় থাকবে বিনিয়োগকারীরা।
বিশেষজ্ঞদের অনেকের ধারণা, উচ্চ মুদ্রাস্ফীতি এমন হতে পারে। যা ব্যাংক অফ জাপানকে আর্থিক নীতি কঠোর করণে নিয়ে যেতে পারে। যদিও জাপানের নীতিনির্ধারকরা মুদ্রার তীব্র পতনের বিষয়ে উদ্বিগ্ন হতে শুরু করেছে।
USDJPY টেকনিক্যাল অ্যানালাইসিস
ডেইলি চার্টে USDJPY বুল মার্কেটে রয়েছে। প্রত্যেকটি ইনডিকেটর USDJPY পেয়ারের বুলিশ অবস্থান নির্দেশ করছে। RSI ইনডিকেটর অনুযায়ী ৫০ পয়েন্টের উপরে অবস্থান করছে। যা পেয়ারের বুলিশ অবস্থানের নির্দেশ দিচ্ছে। এছাড়াও SMA অনুযায়ী USDJPY-এর প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বর্তমানে পেয়ারটি ১৩৫.৮৫ প্রাইসে অবস্থান করছে। USDJPY ১৩৫.৫০ রেজিস্ট্যান্স অতিক্রমে সক্ষম হলে ১৩৬.০০ প্রাইসে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। পেয়ারটি উক্ত প্রাইস অতিক্রমে ব্যর্থ হলে ২২ SMA এবং ৫০ পয়েন্টের নিচে যাওয়ার অপেক্ষা করবো।
0 Comments
Recommended Comments
There are no comments to display.