EURUSD সাপ্তাহিক ফরেকাস্ট (২৩ – ২৭ মে,২০২২)
সাপ্তাহিক পূর্বাভাসে EURUSD ইতিবাচক অবস্থানে রয়েছে কারণ গত সপ্তাহে পেয়ারটি সাপ্তাহিক ক্যান্ডেলে বুলিশে ক্লোজ হয়েছিল। তবে এ সপ্তাহে পেয়ারের অবস্থান কেমন হয়, সেটা দেখার বিষয়।
মার্চ মাসে মার্কিন রিটেইল সেলস ২.১% আসলেও প্রত্যাশা করা হয়েছিল এপ্রিলে ০.৩% আসবে রিপোর্টে দেখা যায় প্রত্যাশার থেকে বেড়ে ০.৬% এসেছে। এছাড়াও ১ম প্রান্তিকে ইউরোজোন জিডিপি ০.২% থেকে বেড়ে ০.৩% ও বাৎসরিক ব্যবধানে ৫% থেকে বেড়ে ৫.১% এসেছে।
এছাড়াও ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে ফেডারেল রিজার্ভের পদাঙ্ক অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো ইউরোজোনে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। সম্ভাব্য রেট বৃদ্ধি EURUSD পেয়ারের প্রাইস বৃদ্ধিতে সহায়তা করতে পারে।
মঙ্গলবার ফেড চেয়ারম্যান পাওয়েল বলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ২% মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা ফিরিয়ে আনার জন্য মিশন ঠিক করেছেন। এর ফলে, বিনিয়োগকারীরা আগামী মাসে ফেডের ইন্টারেস্ট রেট বৃদ্ধির আশা করছেন।
এ সপ্তাহে যা হতে পারে
বুধবার বিনিয়োগকারীদের নজর থাকবে মার্কিন FOMC মিটিংয়ের দিকে। এছাড়াও মার্কিন টেকসই পণ্যের অর্ডার , ১ম প্রান্তিকের জিডিপি রিপোর্ট মার্কেটে প্রভাব ফেলবে।
প্রত্যাশা করা হচ্ছে বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন জিডিপি কমে -১.৪% আসতে পারে। যা ডলারের বিয়ারিশ চাপ বাড়িয়ে দিতে পারে।
EURUSD টেকনিক্যাল অ্যানালাইসিস
EURUSD পেয়ারের ডেইলি চার্টে লক্ষ্য করে দেখা যাচ্ছে, পেয়ারটি ২২ SMA-এর নিচে অবস্থান করছে। এর ফলে পেয়ার এখনও বিয়ারিশ কন্ট্রোলের মধ্যে রয়েছে।
RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ার বুলিশে আসার চেষ্টা করছে। তবে EURUSD ৭০ পয়েন্ট অতিক্রমে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.