৭ সপ্তাহের মধ্যে শক্তিশালী পতন মার্কিন ডলারের
আজ শুক্রবার মার্কিন ডলার প্রধান কারেন্সিগুলোর বিপরীতে ফেব্রুয়ারির পরবর্তীতে সবচেয়ে খারাপ সপ্তাহের দিকে যাত্রা শুরু করেছে। ডলারের প্রাইস কমে বর্তমানে ১০২.৯৫-এর কাছাকাছি অবস্থান করছে।
গত শুক্রবার মার্কিন ডলার ২০০৩ সালের পরবর্তীতে সর্বোচ্চ ১০৫.১১- তে উঠলেও চলতি সপ্তাহে ১.৪২% কমেছে। এমনকি ফেডারেল রিজার্ভ হকিশ অবস্থানে থাকলেও কোভিড-১৯ এর ক্ষেত্রে চীনের লকডাউন শিথিলতা নিরাপদ কারেন্সি ডলারের চাহিদা হ্রাস করছে।
মে মাসের শুরুতে মার্কিন ট্রেজারি ইয়েলড ৩.২% বেড়ে সাড়ে তিন বছরের সর্বোচ্চে উঠলেও তিন সপ্তাহের মধ্যে ২.৭২%-এ নেমে এসেছে। OANDA-এর সিনিয়র বিশ্লেষক এডওয়ার্ড মোয়া ক্লায়েন্টদের উদ্দেশ্য করে একটি নোটে লিখেছেন, বোর্ড জুড়ে ডলারের দুর্বলতা আরও কিছুক্ষণ থাকতে পারে।
মার্কিন ডলারের প্রাইস কমার ফলে রাতারাতি গোল্ডের প্রাইস বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে চীনের লকডাউন শিথিলতাকে কেন্দ্র করে আজ শুক্রবার এশিয়ান স্টকগুলো রিকভার হতে শুরু করেছে। সুইস ফ্রাঙ্ক ২০২০ সালের মার্চের পরবর্তীতে সবথেকে ভাল পারফর্ম করছে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.