ECB মিটিং কেন্দ্র করে ইউরোর প্রাইস বৃদ্ধির চেষ্টা
চলতি সপ্তাহের প্রথম দুদিন EURUSD পেয়ারের প্রাইস বৃদ্ধি পেলেও বুধবার কমেছিল। যদিও EURUSD গত কয়েক মাস ডাউনট্রেন্ডে রয়েছে।
আজ বৃহস্পতিবার ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের মিটিং রয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি করার কথা বলবে বা হকিশ অবস্থানে থাকবে। যা ডলারের বিপরীতে আজকের সেশনে ইউরোকে শক্তিশালী করেছে।
বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হওয়ার ফলে ডলারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার প্রায় দুই মাসের মধ্যে প্রথমবারের মতো সাংহাইয়ের বাসিন্দাদের কেনাকাটা করার স্বাধীনতা দেয়া হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি চীন ইকোনমিক কার্যকলাপ শুরু করবে।
যা পরোক্ষভাবে ডলারের প্রাইসকে প্রভাবিত করতে পারে। এদিকে মার্কিন ডলার গত তিনদিন কমলেও গতকাল বৃদ্ধি পেয়েছিল। আজকের সেশনে পুনরায় কমতে শুরু করেছে। ডলার বর্তমানে ১০৩.৭৭ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। ডয়েচে ব্যাংকের বৈদেশিক মুদ্রার প্রধান গবেষক ডয়েচে জর্জ সারাভেলোস বলেন:
আমরা এখন এমন একটি পর্যায়ে রয়েছি যেখানে আর্থিক অবস্থার আরও অবনতি ফেডের কড়াকড়ির প্রত্যাশাকে ক্ষুন্ন করে। বিনিয়োগকারীদের বর্তমান নজর ইউরোপিয়ান কেন্দ্রী ব্যাংকের দিকে। যা EURUSD পেয়ারের মুভমেন্টে প্রভাব ফেলতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.