পুনরায় দুই দশকের সর্বোচ্চ প্রাইসে যাবে USDJPY
গত কয়েকমাস USDJPY পেয়ারের প্রাইস বৃদ্ধি পেলেও চলতি মাস থেকে কমতে শুরু করেছে। অনেক বিশেষজ্ঞদের ধারণা, ফেডারেল রিজার্ভের আক্রমনাত্মক ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়ারটিকে পুনরায় দুই দশকের সর্বোচ্চে (১৩১.০০) নিয়ে যেতে পারে।
USDJPY বর্তমানে ১২৭.৮৫ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। পেয়ারের বর্তমান সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ১২ মে-এর সর্বনিন্ম প্রাইস ১২৭.৫২। ডাউনট্রেন্ড শক্তিশালী হলে সেক্ষেত্রে পরবর্তী সাপোর্ট হতে পারে ২৬ এপ্রিলের নিন্ম প্রাইস ১২৬.৯৫।
বর্তমানে পেয়ারের রেজিস্ট্যান্স হতে পারে ১২৮.০০। ১৪ দিনের RSI ইনডিকেটর অনুয়ায়ী অনুয়ায়ী পেয়ারটি ৫০ পয়েন্ট অতিক্রমের চেষ্টা করছে। USDJPY পেয়ার ৫০ অতিক্রমে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে। অন্যথায় পেয়ারের ডাউনট্রেন্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
USDJPY ২০ ও ৫০ EMA অনুযায়ী ১২৮.৯৭ ও ১২৯.২৪ রেজিস্ট্যান্স অতিক্রমের পরবর্তীতে ১৩০.০০ রেজিস্ট্যান্সে যেতে পারে। পরবর্তীতে ১৩০.০০ অতিক্রমের পরবর্তীতে পুনরায় দুই দশকের সর্বোচ্চ প্রাইস ১৩১.৩৫ যেতে পারে।
অপরদিকে পেয়ার মে মাসের ১২ তারিখের নিন্ম প্রাইস ১২৭.৫২ অতিক্রমের পরবর্তীতে ২৬ এপ্রিলের নিন্ম প্রাইস ১২৬.৯৫-তে যেতে পারে। পরবর্তী সাপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ১৩ এপ্রিলের সর্বোচ্চ প্রাইস ১২৬.৩২।
USDJPY চার ঘন্টার চার্ট
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.