Bitcoin এবং Ethereum ওভারভিউ
আজ বুধবার Bitcoin-এর প্রাইস ৩০ হাজার মার্কিন ডলারের উপরে অবস্থান করছে এবং Ethereum-এর প্রাইস ৪% বেড়ে ২ হাজার ডলারের উপরে মুভমেন্ট করছে।
Bitcoin
চলতি সপ্তাহের শরুতে Bitcoin-এর প্রাইস কমে ৩০ হাজারের নিচে অবস্থান করলেও আজ বুধবার ৩০ হাজারের উপরে অবস্থান করছে। গত সপ্তাহে Bitcoin ৩০ হাজারের নিচে নামায় ক্রিপ্টো মার্কেট অস্থির হয়ে উঠেছে, কারণ Bitcoin বর্তমানে নতুন রেজিস্ট্যান্স ও সাপোর্ট লেভেল খুঁজছে অর্থাৎ স্থির হতে পারছে না।
Bitcoin-এর বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে বর্তমান সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ২৮ হাজার এবং রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে ৩১ হাজার মার্কিন ডলার।
চার্টে লক্ষ করে দেখা যাচ্ছে, Bitcoin-এর ১০ ও ২৫ দিনের চলমান গড় এখনও বিয়ারিশ সেন্টেমেন্ট দেখা যাচ্ছে। উভয় এখন ডাউনট্রেন্ডের দিকে নির্দেশ করছে।
মার্কেটে অস্থিরতা বিরাজ করার কারণে ট্রেডাররা এখনও তাদের ডিসিশন নেয়ার ক্ষেত্রে মার্কেট পর্যবেক্ষণ করছে।
Ethereum
Bitcoin-এর প্রাইস বৃদ্ধির কারণে মঙ্গলবার Ethereum-এর প্রাইসও বেড়েছিল। সামগ্রিকভাবে গতকাল অধিকাংশ ক্রিপ্টোর প্রাইস বেড়েছিল।
গতকাল Ethereum-এর প্রাইস কমে ১৯৮৮ ডলারে গেলেও, পরবর্তীতে ২০৯৪ ডলারে উঠেছিল। যা সোমবারের নিন্ম প্রাইস থেকে ৩% বেশি ছিল। যদিও ইথেরিয়ামের প্রাইস Bitcoin-এর নিয়ম অনুরণ করে থাকে। বর্তমানে ইথেরিয়ামের সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ১৯৫০। অপরদিকে রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে ২১৫০।
১৪ দিনের RSI ইনডিকেটর অনুযায়ী ইথেরিয়াম ৩৫ পয়েন্টের নিচে অবস্থান করছে। এক্ষেত্রে প্রাইস কমার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে Ethereum ৩৫ ব্রেকে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.