২ সপ্তাহের সর্বোচ্চে GBPUSD
ইউরোপিয়ান সেশনের প্রথমদিকে GBPUSD পেয়ারের প্রাইস বেড়ে ১.২৪৮০-তে উঠেছিল। যা প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ প্রাইস। ব্রিটিশ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস রিপোর্টের পর ব্রিটিশ পাউন্ড শক্তিশালী হতে শুরু করেছে।
এপ্রিলে ব্রিটিশ বেকারত্ব রিপোর্ট কমে ৫৬ হাজারে এসেছে। যদিও প্রত্যাশা করা হয়েছিল বেকারত্ব ৩৮ হাজার কমতে পারে। প্রত্যাশার থেকে বেশি কমার ফলে ব্রিটিশ পাউন্ড ডলারের বিপরীতে কিছুটা শক্তিশালী হতে শুরু করেছে। এপ্রিলে বেকারত্বের হার ৩.৮% থেকে কমে ৩.৭% এসেছে।
পাউন্ডের লংটার্ম বুলিশের জন্য ১.২৮০০ রেজিস্ট্যান্স অতিক্রম করা প্রয়োজন। যদিও ইতিমধ্যে পাউন্ড ২০২০ সালের মার্চের পরবর্তীতে সর্বনিন্ম প্রাইস ১.২১৫৫ থেকে রিকভার করতে শুরু করে বর্তমানে ১.২৪৬০ এর কাছাকাছি মুভমেন্ট করছে। তবে উত্তর আয়ারল্যান্ড প্রোটোকলের কারণে ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অচলাবস্থা পাউন্ডের প্রাইসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
যদিও পাউন্ড ইতিমধ্যে ব্রেক্সিটের কারণে দুর্বল অবস্থানে রয়েছে। এছাড়াও ব্যাংক অফ ইংল্যান্ডের সতর্কতা এই বছর যুক্তরাজ্যের অর্থনীতি মন্দার দিকে ধাবিত হবে। যা GBPUSD পেয়ারের আপট্রেন্ড সীমিত করতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.